-অনুবাদ: আলহাজ্জ ড. মো. সামিউল হক
بسم الله الرحمن الرحيم
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ (1) فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ (2) إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ (3)
শুরু করছি করুণাময়, দয়ালু আল্লাহর নামে।
১. নিশ্চয় আমি (আল্লাহ) আপনাকে কাওসার দান করেছি।
২. অতএব আপনার পালনকর্তার (সন্তুষ্টির) জন্য নামায পড়ুন এবং কোরবানী করুন।
৩. যে আপনার শত্রু, সেই তো লেজকাটা-নির্বংশ।