সূরা নং ১০৮. সূরা কাওসার

-অনুবাদ: আলহাজ্জ ড. মো. সামিউল হক

بسم الله الرحمن الرحيم
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ (1) فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ (2) إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ (3)

শুরু করছি করুণাময়, দয়ালু আল্লাহর নামে।

. নিশ্চয় আমি (আল্লাহ) আপনাকে কাওসার দান করেছি।

. অতএব আপনার পালনকর্তার (সন্তুষ্টির) জন্য নামায পড়ুন এবং কোরবানী করুন।

৩. যে আপনার শত্রু, সেই তো লেজকাটা-নির্বংশ।