সূরা নং ৯৩: আদ দোহা

অনুবাদ: আলহাজ্জ ড. মো. সামিউল হক।

بسم الله الرحمن الرحيم
وَالضُّحَى (1) وَاللَّيْلِ إِذَا سَجَى (2) مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى (3) وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى (4) وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى (5) أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى (6) وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى (7) وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى (8) فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ (9)وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ (10) وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ (11)

করুণাময়, দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

. শপথ পূর্বাহ্নের,

. শপথ রাত্রির যখন তা গভীর হয়,

. আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হন নি।

. আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।

. আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।

. তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।

. তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।

. তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।

. সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;

১০. সওয়ালকারীকে ধমক দেবেন না।

১১. এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।;;;