সূরা নং ৯৯ : যিলযাল

بسم الله الرحمن الرحيم

إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا (1) وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا (2) وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا (3) يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا (4) بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا (5) يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ (6) فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ (7)  وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ (8)

 

করুণাময়, দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

. যখন পৃথিবী মহা কম্পনে প্রকম্পিত হবে,

. যখন সে তার রক্ষিত বোঝা-সামগ্রী বের করে দেবে।

. এবং মানুষ বলবে, এর কি হল?  

. সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,

. কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।

. সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।

. অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে।

. এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।