عَبَسَ وَتَوَلَّى (1) أَن جَاءهُ الْأَعْمَى (2) وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّى (3) أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَى (4) أَمَّا مَنِ اسْتَغْنَى (5) فَأَنتَ لَهُ تَصَدَّى (6) وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّى (7) وَأَمَّا مَن جَاءكَ يَسْعَى (8) وَهُوَ يَخْشَى (9) فَأَنتَ عَنْهُ تَلَهَّى (10) كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ (11) فَمَن شَاء ذَكَرَهُ (12) فِي صُحُفٍ مُّكَرَّمَةٍ (13) مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍ (14) بِأَيْدِي سَفَرَةٍ (15) كِرَامٍ بَرَرَةٍ (16) قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ (17) مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ (18) مِن نُّطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ (19) ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ (20) ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ (21) ثُمَّ إِذَا شَاء أَنشَرَهُ (22) كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ (23) فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَى طَعَامِهِ (24) أَنَّا صَبَبْنَا الْمَاء صَبّاً (25) ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقّاً (26) فَأَنبَتْنَا فِيهَا حَبّاً (27) وَعِنَباً وَقَضْباً (28) وَزَيْتُوناً وَنَخْلاً (29) وَحَدَائِقَ غُلْباً (30) وَفَاكِهَةً وَأَبّاً (31) مَّتَاعاً لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ (32) فَإِذَا جَاءتِ الصَّاخَّةُ (33) يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ (34) وَأُمِّهِ وَأَبِيهِ (35) وَصَاحِبَتِهِ وَبَنِيهِ (36) لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ (37) وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ (38) ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ (39) وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ (40) تَرْهَقُهَا قَتَرَةٌ (41) أُوْلَئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ (42)
১. সে ভ্রূকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল।
২. কারণ, তার কাছে এক অন্ধ আগমন করেছিল।
৩. আর আপনি কিভাবে জানবেন যে, সে হয়তো পরিশুদ্ধ হত;
৪. অথবা উপদেশ গ্রহণ করত এবং তাতে তার উপকার হত।
৫. পক্ষান্তরে যে বেপরোয়া, ৬. আপনি তার প্রতি মনযোগী।
৭. অথচসে সংশোধিত না হলে আপনার কোন দোষ নেই।
৮. আর যে আপনার কাছে দৌড়ে আসলো,
৯. ভীত অবস্থায়,
১০. অতঃপর আপনি তাকে অবজ্ঞা করলেন।
১১. কখনও এরূপ করবেন না, নিশ্চয় এটা উপদেশবাণী।
১২. অতএব, যে ইচ্ছা করবে, সে তা গ্রহণ করবে।
১৩. এটা লিখিত আছে সম্মানিত গ্রন্থসমূহে,
১৪. সমুন্নত, পবিত্র।
১৫. প্রতিনিধিদের হস্তে সংরক্ষিত,
১৬. যারা মহৎ, পূত চরিত্র।
১৭. মানুষ ধ্বংস হোক, সে কতইনা অকৃতজ্ঞ!
১৮. আল্লাহ তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন?
১৯. শুক্র থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।
২০. অতঃপর তার পথ সহজ করেছেন,
২১. তারপর তার মৃত্যু ঘটান ও তাকে কবরস্থ করেন।
২২. এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরায় জীবিত করবেন।
২৩. না, কখনও নয়, তিনি তাকে যা আদেশ করেছেন, সে এখনো তা পূর্ণ করেনি।
২৪. কাজেই মানুষ তার খাদ্যের প্রতি মনোযোগ সহকারে লক্ষ্য করুক (তখন বুঝতে পারবে সৃষ্টি প্রক্রিয়া),
২৫. আমিই প্রচুর পরিমাণে পানি বর্ষণ করেছি,
২৬. এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি,
২৭. অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য,
২৮. আঙ্গুর ও শাক-সব্জি,
২৯. যায়তুন ও খেজুর,
৩০. ঘন উদ্যান,
৩১. নানাবিধ ফলমূল এবং ঘাস
৩২. তোমাদের ও তোমাদের চতুসপদ জন্তুদের জীবনোপকরণস্বরূপ।
৩৩. অতঃপর যেদিন বিকট শব্দ ধনিত হবে,
৩৪. সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে,
৩৫. তার মাতা ও পিতার কাছ থেকে,
৩৬. তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।
৩৭. সেদিন প্রত্যেকেরই হবে এমন গুরুতর অবস্থা, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
৩৮. কিছু মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল,
৩৯. সহাস্য ও প্রফুল্ল।
৪০. আর কিছু মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।
৪১. তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।
৪২. তারাই কাফের, পাপাচারী।