হিজরী ৩৫ সনের শেষ ভাগে হজরত আলী (আ.)-এর খেলাফত কাল শুরু হয়। প্রায় ৪ বছর ৫ মাস পর্যন্ত এই খেলাফত স্থায়ী ছিল। হযরত আলী (আ.) খেলাফত পরিচালনার ব্যাপারে হযরত রাসুল (সা.)-এর নীতির অনুসরণ করেন।[1] তাঁর... |
সঙ্কলনে: আলহাজ্ব ড. মো. সামিউল হক
হিজরী ৩৫ সনের শেষ ভাগে হজরত আলী (আ.)-এর খেলাফত কাল শুরু হয়। ঐতিহাসিক হিট্টি ও আমির আলীর বর্ণনায় বলা হয়েছে, ২৫ বছর পরে হলেও হজরত আলী তার ন্যাহ্য অধিকার ফিরে পেল।... |